ইউক্রেনের বিরুদ্ধে গেইম চেঞ্জার বোমা ব্যবহার করছে রাশিয়া

ইউক্রেনের বিরুদ্ধে এফএবি-৫০০ গ্লাইড বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এ বোমাকে চলমান যুদ্ধের ক্ষেত্রে গেইম চেইঞ্জার বলে উল্লেখ করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায়, একটি এসইউ-৩৪ বোমারু বিমান থেকে এফএবি-৫০০ গ্লাইড বোমা নিক্ষেপ করা হচ্ছে। বিমান থেকে বোমাগুলো ফেলার কিছুক্ষণ পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ডানা মেলে দিচ্ছে।

বোমাগুলো একটি ইউনিফাইড প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল বা ইউএমপিসি দিয়ে সজ্জিত যা নিয়মিত ফ্রি-ফলিং বোমাগুলোকে গাইডেড গ্লাইড অস্ত্রে পরিণত করে। ভিডিওতে দেখানো উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন এফএবি-৫০০ বোমার প্রতিটি ৩০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম।

এসব আধুনিকায়ন করা বোমা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নাটকীয়ভাবে কার্যকর বলে প্রমাণ হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন-এর মতো পশ্চিমা গণমাধ্যম বলতে বাধ্য হয়েছে যে, রাশিয়ার এসব বোমা প্রতিহত করার কোনো ব্যবস্থা ইউক্রেনের সেনাদের হাতে নেই। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.