২ স্পিনার, ৩ পেসার নিয়ে মাঠে নামল বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। একটু পরই মাঠে নামতে যাচ্ছে দল দুটি। ইতোমধ্যেই ও অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।

একাদশে ছয় ব্যাটার, দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টসের সময় শান্ত জানিয়েছেন, ফিল্ডিং পেয়ে সন্তুষ্ট তিনি। দিবারাত্রির ম্যাচ হওয়ায় ম্যাচে শিশিরের প্রভাব থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা ভালো সুবিধা পাবে বলে মনে করছেন তিনি।

একাদশে বিশেষজ্ঞ স্পিনারের ভূমিকায় আছেন তাইজুল ইসলাম। তার সঙ্গে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। তিন পেসার হচ্ছেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দুই দল এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছে ৫৪টি। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৪২টিতে, অপরদিকে বাংলাদেশের জয় দশটি ম্যাচে। দুটি ম্যাচে কোনও ফলাফল আসেনি। গত বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, সাদিরা সামাবিক্রমা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.