অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে এএএমসিএমএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নব-নিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খানের সাথে সাক্ষাৎ করেছেন দ্য অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড (এএএমসিএমএফ) এর একটি প্রতিনিধি দল। সোমবার (১১ মার্চ) প্রতিমন্ত্রীর কার্যালয়ে অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াসেকা আয়েশা খানের সাথে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন এএএমসিএফের ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, আরিফ খান এফসিএমএ, মনিজা চৌধুরী, সাবিরুল ইসলাম চৌধুরী। এসময় তারা প্রতিমন্ত্রীর সাথে মিউচুয়াল ফান্ড খাতের প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.