গাজা উপত্যকার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের জন্য কথিত ‘রেড লাইন’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি একইসঙ্গে বলেছেন, ওয়াশিংটন তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে কখনও একা ফেলে যাবে না।
এমএসএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্ববিরোধী অবস্থান নিয়ে বলেন, গাজার সর্বদক্ষিণের শহর রাফাহতে ইসরাইলের স্থল অভিযান হবে ওয়াশিংনের জন্য রেড লাইন। তিনি রাফাহ শহরে অভিযান না চালানোর জন্য ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে তিনি বলেন, তিনি ইসরাইলকে ফেলে যাবেন না।
বাইডেন বলেন, ইসরাইলকে রক্ষা করা জরুরি। কাজেই আমি তাদেরকে সমরাস্ত্রের চালান বন্ধ করে দেয়ার ব্যাপারে কোনো রেড লাইন দিতে পারি না। তাহলে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আর আয়রন ডোম কার্যকর রাখতে পারবে না। এরপরও ইসরাইলের জন্য রেড লাইন রয়েছে, যদি তারা তা অতিক্রম করে তাহলে…।
তাহলে কী হবে সে বাক্যটি আর তিনি শেষ করেননি। তবে বাইডেন বলেন, তার প্রশাসন আরো ৩০,০০০ ফিলিস্তিনির মৃত্যু মেনে নেবে না।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু ইসরাইলের উপকার করার চেয়ে ক্ষতিই বেশি করছেন। গাজার নিরপরাধ নাগরিকদের রক্ষা করার জন্য তাকে আরও সচেষ্ট হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এসব স্ববিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য দিলেন যখন তার প্রশাসনের সরাসরি সহযোগিতায় ইসরাইল গত পাঁচ মাসে গাজা উপত্যকার প্রায় ৩১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
জানা গেছে, ওয়াশিংটন গত পাঁচ মাসে ইসরাইলের কাছে সমরাস্ত্রের অন্তত ১০০টি গোপন চালান পাঠিয়েছে। পাশাপাশি, এই পাঁচ মাসের পুরোটা সময় মার্কিন সরকার ইসরাইলকে গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি করার ব্যাপারে সতর্ক করে দিয়ে এসেছে। যদিও হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে হত্যা না করার এই আহ্বানে মোটেও কান দেয়নি ইসরাইল। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.