সেন্ট্রাল কাউন্টারপার্টি’র ৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ৫ তম বার্ষিক সাধারণ সভা রবিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় কোম্পানি ২০২২-২৩ এর আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এছাড়াও পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৫ (পাঁচ) শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা সর্বস্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়।

কোম্পানি আইনের বিধান অনুযায়ী, উক্ত সভায় কোম্পানির নাম পরিবর্তন করে “সেন্ট্রাল কাউন্টারপাটি বাংলাদেশ পিএলসি” করার অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সিসিবিএল’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান, এসবিপি, বিএসপি (বার), এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টি (অবসরপ্রাপ্ত) । সিসিবিএল’র পরিচালক এ.কে.এম নূরুল ফজল বুলবুল পবিত্র কোরআন তেলাওয়াত ও চেয়ারম্যান মহোদয়ের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সিসিবিএল’র পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.