হেনরির তোপের পর লাথাম-উইলিয়ামসনের প্রতিরোধ

সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন মার্নাস ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার লিড যখন ক্রমশই বাড়িয়ে নিচ্ছিলেন তখন ল্যাবুশেনকে নিজের শিকার বানান টিম সাউদি। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করেছিলেন ল্যাবুশেন। পয়েন্ট দাঁড়িয়ে গ্লেন ফিলিপস উড়ন্ত ক্যাচ নিলে অজি ব্যাটারকে ফিরতে হয় ৯০ রানে। পুরো ইনিংসে একটি মাত্র উইকেট নিয়েছেন সাউদি। যদিও নিউজিল্যান্ডের পথের কাঁটা সরিয়ে স্বস্তি দিয়েছেন। তবে ইনিংস জুড়ে গতি আর বাউন্সে অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে রাখেন ম্যাট হেনরি।

আগের দিন উসমান খাওয়াজা, ক্যামেরুন গ্রিন ও ট্রাভিস হেডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার লাগাম টেনে ধরেছিলেন তিনি। পরদিন ফেরালেন নাথান লায়ন, মিচেল মার্শ, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে। ৬৭ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই গুঁড়িয়ে দিলেন হেনরি। সেই সঙ্গে বড় লিডের স্বপ্ন দেখা অজিদের থামিয়েছেন লিড একশ হওয়ার আগেই। দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ২ উইকেট ১৩৪ রান তুলেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার চেয়ে ৪০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন রাচিন রবীন্দ্র, টম লাথাম।

ক্রাইস্টচার্চে আগের দিনের ৪ উইকেটে ১২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। সকালের শুরুতে হেনরির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে ৯০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ল্যাবুশেন। নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা লায়ন ল্যাবুশেনকে দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন। তবে তাকে ফিরিয়ে জুটি ভাঙেন হেনরি। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে এজ হয়েছেন লায়ন। ড্যারিল মিচেল সহজ ক্যাচ লুফে নিলে লায়নকে ফিরতে হয় ২০ রানে। যদিও ফেরার আগে ল্যাবুশেনেরসঙ্গে ৫১ রানের জুটি করেছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা এই ব্যাটার। এদিকে নিজের পরের ওভারে মার্শকেও ফেরান হেনরি। রানের খাতা খোলার আগেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন তিনি।

বেশিক্ষণ টিকতে পারেননি অ্যালেক্স ক্যারিও। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটারকে ফেরান ফিলিপস। দ্রুত কয়েকটি উইকেট হারালেও স্টার্ককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন ল্যাবুশেন। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি তার। সাউদির বলে ফিলিপসের ঝাঁপিয়ে পড়া ক্যাচে ফেরেন ৯০ রানে। স্টার্ক ও কামিন্স ফিরলে ২৫৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে একাই উইকেট নিয়েছেন হেনরি।

দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। শুরুতে উইকেট হারালেও দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন কেন উইলিয়ামসন এবং লাথাম। তারা দুজনে মিলে যোগ করেন ১০৫ রান। হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসন আউট হয়েছেন ৫১ রানে। ওপেনার লাথাম হাফ সেঞ্চুরি করে শেষ বিকেল কাটিয়েছেন রাচিনকে সঙ্গে নিয়ে। লাথাম ৬৫ এবং রাচিন অপরাজিত আছেন ১১ রানে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.