ফের টসে জিতেছে বাংলাদেশ, লঙ্কান একাদশে পরিবর্তন

মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের ঝড়ো হাফ সেঞ্চুরির পরও প্রথম টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ। তবে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে করে শেষ টি-টোয়েন্টি ম্যাচটা অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

গত ম্যাচে শরিফুল ইসলাম আঙুলে চোট পেলেও তৃতীয় টি-টোয়েন্টি খেলছেন। এদিকে একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। মাথিশা পাথিরানা চোটের কারণ ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার একাদশে খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া দিলশান মাদুশঙ্কার জায়গায় খেলছেন নুয়ান থুসারা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.