এস আলমের গুদামের ৮০ শতাংশ চিনিই রক্ষা পেয়েছে: ফায়ার সার্ভিস

চট্টগ্রামে এস আলম চিনির কারখানায় লাগা আগুনে ২০ শতাংশ চিনি পুড়ে গেলেও আরও ৮০ শতাংশ চিনি রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।

তিনি বলেন, ‘গুদামটিতে এক লাখ ১৬ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল। এর মধ্যে ৮০ শতাংশ চিনি আমরা রক্ষা করতে পেরেছি। ৪ মার্চ বিকাল ৩টা ৫৩ মিনিটে লাগা আগুন আমরা আজ সকাল ১০টায় নিয়ন্ত্রণ করি। তবে এখনও অল্প অল্প করে আগুন জ্বলছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আমরা আগুন নির্বাপণই ধরে নেবো।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সুগার রিলিটেড এত বড় অগ্নিকাণ্ড বাংলাদেশে এটাই প্রথম। এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে।’

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আগুন লাগার স্থান পরিদর্শন করেন।

এদিকে, এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার (এডমিন) আখতার হাসান বলেন, ‘পুড়ে যাওয়া গুদামে ৮০ শতাংশ চিনি রক্ষা পেয়েছে। এসব অপরিশোধিত চিনি পরিশোধনের পর খাওয়া যাবে কি না তা পরীক্ষার জন্য ল্যাবে এবং বিএসটিআইয়ের কাছে পাঠানো হবে। তারা যদি পজিটিভ বলে তাহলে এগুলো পরিশোধন করে বাজারে ছাড়া হবে। অন্যথায় আগুলো ডাম্পিং করা হবে।’

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। এই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.