দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে ৩০৪ কোম্পানির। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (০৭ মার্চ) সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু ফেব্রিক্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি থাই।
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, হাইডেলবার্গ সিমেন্ট, এস ই এম এল লেকচার ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ, আফতাব অটোমোবাইলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.