ক্রুজ ট্যুরিজম উন্নয়নে এমিরেটস ও টিইউআই ক্রুজেস পার্টনারশীপ

ক্রুজ ট্যুরিজম হাব হিসেবে দুবাইয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে এমিরেটস পরবর্তী দুই মওসুমের জন্য টিইউআই ক্রুজেসের সঙ্গে পার্টনারশীপ চুক্তি নবায়ন করেছে।

আইটিবি বার্লিনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে নবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন এমিরেটসের ডেপুটি-প্রেসিডেন্ট এবং প্রধান বানিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম এবং টিইউআই ক্রুজেসের প্রধান নির্বাহী ওয়াইবকে মেয়ার।

এই পার্টনারশীপের মাধ্যমে এমিরেটস তার নিজস্ব ক্রুজ টার্মিনাল ডেক চেকইন এরিয়া এবং দুবাইয়ের অন্যান্য পার্টনারদের সহযোগিতায় গ্রাহকদের আকাশে এবং মাটিতে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করতে পারবে বলে আশা করছে।

এমিরেটস আসন্ন টিইউআই ক্রুজেস সময়সূচীর সঙ্গে সমন্বয় করে নিজস্ব ফ্লাইট অপশন অফার করবে, যাতে গ্রাহকদের ফ্লাইট থেকে নেমে ক্রুজে আরোহণের ক্ষেত্রে কোনও ঝামেলা পোহাতে হবে না।

সমন্বিত অপারেশন্স এবং নতুন মার্কেটিং উদ্যোগ গ্রহণের পাশাপাশি পার্টনারশীপের অধীনে নতুন বিলাসবহুল প্যাকেজ তৈরি করা হবে, যাতে গ্রাহকরা টিইউআই ক্রুজ প্রোগ্রামের মাধ্যমে দুবাই এবং অন্যান্য অঞ্চলের শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলো অর্জন করতে সমর্থ হন।

আসন্ন মওসুমে দুবাইয়ের পোর্ট রশীদ থেকে টিইউআই ক্রুজেস দু’টি জাহাজের সাহায্যে ক্রুজ প্রোগ্রাম পরিচালনা করবে। প্রতিটি জাহাজে ২,৫০০ এর অধিক যাত্রী ভ্রমণ করতে পারবেন। টিইউআই ক্রুজেস দুবাই থেক দু’টি প্রোগ্রাম অফার করছে; একটিতে জিসিসিভূক্ত দেশসমূহ যেমন আবুধাবী, ওমান, কাতার এবং সৌদী আরব অন্তর্ভূক্ত রয়েছে। অন্যটিতে অন্তর্ভূক্ত আছে এশীয় গন্তব্য যেমন সিঙ্গাপুর এবং হংকং।

গতবছর এমিরেটস প্রায় চার লক্ষ ক্রুজ যাত্রীকে দুবাই নিয়ে এসেছে। এসময় ১৬৬টির অধিক ক্রুজ জাহাজ দুবাইয়ে নঙ্গর করেছে। আশা করা হচ্ছে আসন্ন মওসুমে এই ক্রুজ যাত্রীর সংখ্যা ২৩ শতাংশ বৃদ্ধি পাবে।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.