পদ্মা ব্যাংকের আরো এক ঋণ খেলাপি গ্রেপ্তার

ঋণখেলাপি মামলায় সাজাপ্রাপ্ত পদ্মা ব্যাংক পিএলসি’র হালুয়াঘাট শাখার খেলাপি মো. রফিকুল ইসলাম ওরফে রফিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) হালুয়াঘাট থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এই নিয়ে তৃতীয় সাজা প্রাপ্ত ঋণ খেলাপিকে পদ্মা ব্যাংকের রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পদ্মা ব্যাংকের করা মামলায় ২৫ জানুয়ারি, ২০২৩ সালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। হালুয়াঘাট শাখার ঋণ খেলাপি ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছে সুদে-মূলে পদ্মা ব্যাংকের পাওনা তিয়াত্তর লক্ষ টাকা। এর আগে বসুন্ধরা শাখার খেলাপি ঋণ গ্রহীতা মো. জাহিদুল আহসান এবং বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা মো: আশরাফুল আলম ওরফে সেলিমকে পদ্মা ব্যাংকের রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.