সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে শ্রীলঙ্কা দলে এসেছে একাধিক পরিবর্তন। তিন ফরম্যাটেই বদলে ফেলা হয়েছে অধিনায়ক। পরিবর্তন এসেছে ম্যানেজমেন্টেও। তারই অংশ হিসেবে জয়াসুরিয়াকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এর আগে বেশ কয়েকবার বিভিন্ন ভূমিকায় শ্রীলঙ্কার ক্রিকেটে দেখা গেছে জয়াসুরিয়াকে। দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচক হিসেবেও।
এদিকে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। এর আগে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘দারুণ একটি ম্যাচ ছিল। তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে, ভালো খেলেছেও। আমার মনে হয় ব্যাটাররা নিজেদের দায়িত্ব নিয়েছে। বিশেষ করে আসালাঙ্কা দারুণ ব্যাটিং করেছে।’
বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। তবে জয়াসুরিয়া বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের ঘরের মাঠে খেলছে এবং তারা ভালো করতে পারে যেকোনো সময়। আমি এখন এখানে পরামর্শ হিসেবে এসেছি। আমি ম্যানেজমেন্ট এবং দলকে সাহায্য করতে চাই। তারা (শ্রীলঙ্কা দল) গভীর মনোযোগী এবং তারা ভালো করতে চায়।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.