সদ্যসমাপ্ত আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ এর র্যাফেল ড্র বিজয়ী ৩৮ জন ভাগ্যবান দর্শনার্থী বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।
মঙ্গলবার (০৫ মার্চ) রাজধানীর ধানমন্ডি ক্লাবে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে প্রদত্ত গ্র্যান্ড র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার- দু’জনের জন্য ঢাকা-জেদ্দা/ মদীনা-ঢাকা এয়ার টিকিট বিজয়ী সফিকুল ইসলামকে প্রদান করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন এয়ারলাইনের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার, বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম. শহীদুল ইসলাম এবং ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.