অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিএসইসি চেয়ারম্যান কমিশনের পক্ষ থেকে ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
সাক্ষাতকালে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, আব্দুল হালিম ও ড. রোমানা ইসলাম উপস্থিত ছিলেন।
গত ২ মার্চ সরকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে। এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভায় অংশ নেওয়ার জন্য প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি সংস্থাটির নির্বাচিত ভাইস-চেয়ারম্যান। তিনি গতকাল দেশে ফিরেছেন।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসূচককে বলেন, এটা একান্তই সৌজন্য সাক্ষাত ছিল। আজ আমরা পুঁজিবাজারের কোনো ইস্যু নিয়ে আলোচনা করিনি। উনাকে আমাদের কমিশনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এসেছি। আগামীতে উনার সাথে বাজার উন্নয়ন নিয়ে আলোচনা করবো। তিনি খুবই আন্তরিক। তাই বাজার উন্নয়নে উনার কাছ থেকে সব ধরনের সহায়তা পাবো বলে আশা করি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.