মাদারীপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি লিড ব্যাংক হিসেবে মাদারীপুর জেলায় দেশের ৩৩টি ব্যাংকের সম্মিলিত সহযোগিতায় “স্কুল ব্যাংকিং কন্ফারেন্স ২০২৪” আয়োজন করেছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, সংসদ সদস্য, মাদারীপুর-২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক, মাদারীপুর; ঝুমা রানী, যুগ্ন পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, এমটিবি।

ছাত্র, শিক্ষক ও ব্যাংক প্রতিনিধিদের সমন্বয়ে মোট ৪৫০ জন ছাড়াও এই কন্ফারেন্সে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টন্টের সহকারী পরিচালক, মাহবুব-উল আলম এবং এমটিবি’র রিটেইল সেগমেন্ট প্রধান, তাহসিন তাহের ও মাদারীপুরের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে সাধারন ধারনা ছাড়াও সঞ্চয় করার প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেশমূলক বক্তব্য প্রদান করা হয়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.