অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক ত্রাণ ফেলার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তাকে ‘সাজানো নাটক’ বলে প্রত্যাখ্যান করেছে গাজার প্রশাসন। তারা বলেছে, আমেরিকার সরাসরি মদদ নিয়ে ইসরাইল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে এবং স্থলপথে ত্রাণ প্রবেশের পথ আটকে রেখেছে তখন এই সাজানো নাটক করার কোনো প্রয়োজন ছিল না।
গাজা সরকারের গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে বলেছে, সোজা পথে ত্রাণের প্রবেশ আটকে দিয়ে আকাশ থেকে ত্রাণ ফেলার মার্কিন সিদ্ধান্ত চরম ধূর্তামি ও প্রতারণা ছাড়া আর কিছু নয়। রোববার মার্কিন বিমান থেকে যে ত্রাণ ফেলা হয়েছে তা দুই ট্রাকের চেয়েও কম। বিশ্ববাসীকে দেখানোর উদ্দেশ্যে আমেরিকা যে নাটক সাজিয়েছে তা গাজাবাসীর চাহিদা পূরণে কার্যকর কোনো ভূমিকা রাখেনি।
বিবৃতিতে বলা হয়, আকাশ থেকে ফেলা খাবারের প্যাকেটের একটি অংশ সাগরে পড়েছে এবং আরেকটি অংশ গাজা-ইসরাইল সীমান্ত বেড়ার কাছে নিক্ষিপ্ত হয়েছে। সীমান্ত বেড়ার কাছে নিক্ষিপ্ত ত্রাণের প্যাকেট সংগ্রহ করতে গিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন হয়েছে কারণ, সীমান্তের ওপার থেকে ইসরাইলি সেনারা তাদের লক্ষ্য করে যেকোনো সময় গুলি চালাতে পারত।
এতে আরও বলা হয়েছে, এরকম নাটক না করে আমেরিকার উচিত স্থলপথে ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে দেয়ার ব্যবস্থা করা। মার্কিন সরকার গাজাবাসীর প্রয়োজন মেটাতে আন্তরিক হলে রাফাহ সীমান্তে অপেক্ষমান জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকগুলোকে এই উপত্যকায় প্রবেশ করতে দেবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.