গাজায় ত্রাণবহরে হামলা: গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার কারণে যে ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এক যৌথ বিবৃতিতে পরিষদের সদস্যরা বলেছে, হামলায় ১২০ ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশ ব্যক্তি যাদের মধ্যে অনেকেই বুলেটবিদ্ধ হয়েছেন। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলেও কারা এই হামলার জন্য দায়ী তা সুস্পষ্ট করে বলা হয়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং যারা আহত হয়েছেন দ্রুত তাদের সুস্থতা কামনা করেছেন। এ ছাড়া, যাতে গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে পারে সেজন্য সীমান্ত ক্রসিংগুলো খুলে রাখতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।

গাজার বেসামরিক জনগণ এবং অবকাঠামো রক্ষার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক ত্রাণের আইন সহ সব পক্ষকেই আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে।

গত বৃহস্পতিবার ত্রাণের জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের ওপর বিমান হামলা চালায় ইসরাইল। এতে একশোর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.