ফ্লোর প্রত্যাহারের প্রথম দিনেই দরপতনের শীর্ষে গ্রামীণফোন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দরপতনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটির ফ্লোর প্রত্যাহারের পর লেনদেনের প্রথম দিন ছিলো্ আজ।

রোববার (৩ মার্চ) ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন গ্রামীনফোনের লেনদেন শুরু হয় ২৮৬ টাকা ৬০ পয়সায় এবং লেনদেন শেষ হয়েছে ২৬১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দর ২৫ টাকা বা ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে।

এর আগে আজ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ারের উপর থেকে ফ্লোর উঠিয়ে নেয়া হয়। বিএসইসির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস উঠিয়ে নিতে বলা হয়।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এবি ব্যাংক।

আজ দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে এসবিএসি ব্যাংকের দর পতন হয়েছে ৫ দশমিক ২১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৬৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ৪ দশমিক ৫৪ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ এর ৪ দশমিক ৩৪ শতাংশ, এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪ দশমিক ০৮ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪ দশমিক ০৩ শতাংশ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.