চারটি গ্র্যান্ড স্ল্যামেরই পার্টনার এমিরেটস

এমিরেটস বর্তমানে লন টেনিস জগতে অতি জনপ্রিয় ও সুপরিচিত চারটি গ্র্যান্ডস্ল্যামের পার্টনার হওয়ার মর্যাদা লাভ করেছে। সম্প্রতি সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘দি চ্যাম্পিয়নশীপ্স, উইম্বল্ডন’ এর সাথে এমিরেটস একটি মাল্টি-ইয়ার পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে। এই গ্র্যান্ডস্ল্যামটি আগামী ১-১৪ জুলাই ২০২৪ দি অল-ইংল্যান্ড লন টেনিস ক্লাবে অনুষ্ঠিত হবে।

পার্টনারশীপটির মধ্য দিয়ে এমিরেটস বহুবিধ সুবিধা ভোগ করবে, যেমন সেন্টার কোর্ট এবং নাম্বার ওয়ান কোর্টে অন-কোর্ট ব্র্যান্ডিং; টেনিস ফ্যানদের জন্য অনসাইট এক্টিভেশন; মার্কেটিং ডিজিটাল ও সোশাল মিডিয়া স্বত্ব; হসপিটালিটি টিকিট; এমিরেটস ব্র্যান্ডেড টেনিস কোর্ট এবং অবস্টেকল কোর্সের মাধ্যমে মেটাভার্স প্ল্যাটফর্ম ও রোবলক্সে জনপ্রিয় ‘উইম্বলওয়ার্ল্ড’ এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ।

এমিরেটস এবং উইম্বল্ডন যুক্তরাজ্য জুড়ে পরিচালিত বিভিন্ন সোশাল ইমপ্যাক্ট উদ্যোগে সহায়তা প্রদান করবে। পার্টনারশীপের অধীনে ‘ফোর্স ফর গড’ শীর্ষক কয়েক মিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠিত হবে, যার মাধ্যমে সেই সকল উদ্যোগকে প্রমোট করা হবে যা সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এবং স্থানীয় কম্যুনিটিকে সহায়তা করে। চলতি বছরেই এই তহবিল সংক্রান্ত বিশদ তথ্য ঘোষণা করা হবে।

চারটি গ্র্যান্ডস্ল্যামঃ ইউএস ওপেন (২০১২ থেকে), রোলান্ড গ্যারোস (২০১৩ থেকে), অস্ট্রেলিয়ান ওপেন (২০১৫ থেকে) এবং দা চ্যাম্পিয়নশীপ্স, উইম্বল্ডন (২০২৪ এ ঘোষিত) ছাড়াও এমিরেটস সার বছর আরও ৬০টি টুর্নামেন্টে সহায়তা প্রদান করে থাকে। ১৯৯৩ সাল থেকে এয়ারলাইনটি দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশীপ্সের সঙ্গে যুক্ত রয়েছে।

এমিরেটস বর্তমানে এ৩৮০ ও বোয়িং ৭৭৭ এর সাহায্যে যুক্তরাজ্যে সপ্তাহে ১৩১টি ফ্লাইট পরিচালনা করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.