সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে (২৫ ফেব্রুয়ারি-২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৫ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৫৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৩ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। আর ১২৭ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, মুন্নু ফেব্রিক্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, বিডি থাই এ্যালুমিনিয়াম এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.