ভিসা’র সঙ্গে এমিরেটসের গুরুত্বপূর্ণ পার্টনারশীপ

এমিরেটস এবং ফ্লাই দুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’ সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা’র সঙ্গে একটি একচেটিয়া এবং বহু বছরব্যাপী পার্টনারশীপ চুক্তি সম্পাদন করেছে। ভিসার জন্য চুক্তিটি এতদ্বঞ্চলে সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম বৃহৎ একটি পার্টনারশীপ।

পার্টনারশীপের অধীনে জিসিসি ভুক্ত দেশগুলোতে কো-ব্র্যান্ড ইস্যুকারী পার্টনারদের সঙ্গে এমিরেটস স্কাইওয়ার্ডেরস পারষ্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। এর মাধ্যমে ব্যাক্তি ও ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ডিজিটাইজেশন ও ইনোভেশন আরও গতিশীল হবে। এছাড়াও, কো-ব্র্যান্ড কার্ডগুলোতে ব্যাক্তি কেন্দ্রিক রিওয়ার্ড এবং প্রোডাক্ট অন্তর্ভূক্তির সুযোগ বৃদ্ধি পাবে।

ভিসা’র জিসিসি অঞ্চলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং গ্রুপ কান্ট্রি ম্যানেজার ডঃ সাঈদা জাফ্ফার বলেন, “সংযুক্ত আরব আমীরাতে আমাদের ‘গ্লোবাল ট্রাভেল ইন্টেনশন্স’ জরিপে দেখা গেছে যে, ৭০% বিদেশ ভ্রমণকারীরা ডিজিটাল পেমেন্টকে সুরক্ষিত ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতাকে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করেন। আমাদের এই বৃহদাকার পার্টনারশীপ এই চাহিদা পূরণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এমিরেটসের সঙ্গে আমরা যৌথভাবে ইউএই এবং জিসিসি অঞ্চলের ভিসা কার্ডধারীদের জন্য নতুন অভিজ্ঞতা প্রদানে সুযোগ পাবো”।

এমিরেটস স্কাইওয়ার্ডস এবং ভিসা কো-ব্র্যান্ড কার্ডধারীদের জন্য অসংখ্য আকর্ষণীয় বিষয় অপেক্ষা করছে। তাদের জন্য থাকছে বিভিন্ন এক্সক্লুসিভ অফার, যার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে দ্রুত মাইল বা পয়েন্ট অর্জনের সুযোগ, কাস্টোমাইজড প্রমোশন এবং সদস্যদের চাহিদা অনুযায়ী অন্যান্য সুবিধা।

এমিরেটস স্কাইওয়ার্ডসের বর্তমান সদস্য সংখ্যা ৩০ মিলিয়নের অধিক। লয়্যালটি প্রোগ্রামটিতে ৪টি ধাপ রয়েছে- ব্লু, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। প্রতিটি ধাপেই সদস্যরা এক্সক্লুসিভ সুবিধা ভোগ করে থাকেন, যার মধ্যে রয়েছে তাৎক্ষনিকভাবে আপগ্রেড, প্রায়োরিটি চেকইন ও বোর্ডিং, বিনা মূল্যে আসন বাছাই, অতিরিক্ত ব্যাগেজ, ক্যাশ প্লাস মাইলস অফার, ফ্লাইটে সৌজন্যমূলক ইন্টারনেট সুবিধা ইত্যাদি।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.