সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

দামাস্কের কাছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে জানিয়েছে সিরিয়ার সেনা ও একটি সংগঠন। এর ফলে দুইজন সিরিয়ার নাগরিক মারা গেছেন। ছয়জন আহত হয়েছেন।

সিরিয়ান অবসারবেটারি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হেজবোল্লাহ-সহ কয়েকটি গোষ্ঠীগুলিকে টার্গেট করেছিল ইসরায়েল। দামাস্কের কাছে দুইটি জায়গায় তারা ক্ষেপণাস্ত্র হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দামাস্কের কাছের অঞ্চল থেকে চারটি বিস্ফোরণের আওয়াজ তারা পেয়েছেন। এরপর কিছুক্ষণ ধরে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওযাজ পাওয়া গেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল দামাস্কের অকাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে অকেজো করে দিতে পেরেছে।

এদিকে বুধবার দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইসরায়েলের সেনা জানিয়েছে, অন্তত ১০টি রকেট লেবানন সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে আসে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওই রকেটগুলিতে নিস্ক্রিয় করে দিয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.