এ কে এম সাজিদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের অবসরে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দুটি পদ শূন্য হয়েছে। ওই দুই পদে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীবিদ। এখন দুজনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।
জানা যায়, দুই শূন্য পদের বিপরীতে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগসংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন।
চলতি মাসের ২ তারিখে এ কে এম সাজেদুর রহমান খান এবং গত ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দুটি পদ খালি হয়। আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২-এর ১০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। তবে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে। বয়সসীমা ৬২ পর্যন্ত ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করা যায়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ চারটি।
আবু ফরাহ মো. নাছের ও একেএম সাজেদুর রহমান খান অবসরে যাওয়ায় ডেপুটি গভর্নর পদে দুজন দায়িত্বে আছেন। এর মধ্যে জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্বে আছেন কাজী ছাইদুর রহমান। ২০২০ সালের ২২ নভেম্বর তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি তার বয়স ৬২ বছর পূর্ণ হবে। ওইদিন পর্যন্ত তিনি ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। আর ২০২৩ সালের ২ জুলাই তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে যোগ দেন নুরুন নাহার।
অর্থসূচক/এমএইচ/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.