পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানী এবং এর আশপাশের কয়েকটি এলাকায় আজ পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর পূর্ব জুরাইন, পোস্তগোলা, কদমতলী ক্যান্টনমেন্ট, যাত্রাবাড়ী, মুরাদপুর, হাইস্কুল রোড, মাদরাসা রোড, কেরানীগঞ্জ, জিনজিরা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, শিল্প, সিএনজিসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.