মান ক্ষুণ্ণ করলে অবশ্যই ব্যবস্থা নেব: হাথুরুসিংহের প্রসঙ্গে পাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরই যাত্রা শুরু করেছিল বিপিএল। এক দশক পেরিয়ে গেলেও অন্য সব লিগের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। প্রায়শই ক্রিকেটের মান, উইকেটের ধরণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বিপিএলকে। দেশের ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সমর্থক সবাই সমালোচনায় থাকেন।

এবার তাদের সঙ্গ যোগ দিয়েছেন হাথুরুসিংহও। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশে পা রেখে ইএসপিএন ক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। যেখানে বিদেশি ক্রিকেটারদের খেলার ধরন, দেশিদের মান এবং টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। যা নিয়ে কদিন ধরেই হাথুরুসিংহের সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা করছে বিসিবিও।

বোর্ড সভাপতি পাপন পুরো রিপোর্টটা দেখে সবার সঙ্গে কথা বলে পরশুদিন (২৮ ফেব্রুয়ারি) বিসিবিতে বসতে চান। তারপর হাথুরুসিংহকে নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আজকে রাতে পুরোটা আমাকে দেখতে হবে তারপর কালকে কথা বলে পরশুদিন আমরা বসবো। পরশুদিন খেলা আছে তো, সেদিন খেলা আছে আগে এসে বসবো এটা নিয়ে। তখন এটা নিয়ে সিদ্ধান্ত নেব। কি প্রশ্নের উত্তরে কি বলেছে, কেন বলেছে এটা এই মুহূর্তে কেউ আমরা জানি না। তবে যেভাবে বাইরে থেকে শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে এই ধরনের মন্তব্য করার তো কোন প্রশ্নই উঠছে না।’

পাপন আরও বলেন,‘এটা আমাদের মেনে নেয়ার কোন কারণই নেই। কিন্তু ঠিক বলেছে, কিসের ভিত্তিতে, কেন বলেছে এটা যদি ওইখানে পাওয়া যায় তারপরে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো আমাদের প্রতিক্রিয়াটা কি। এমন কিছু যদি বলে থাকে যা বাংলাদেশের ক্রিকেটের যে স্তরেরই হোক সেটা ঘরোয়া, বিপিএল, বয়সভিত্তিক বা জাতীয় দল হোক যেটা কিনা আমাদের ক্ষুণ্ণ করে ক্রিকেটে অবশ্যই এটা নিয়ে ব্যবস্থা নেব।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.