এডেন সাগরে একটি ব্রিটিশ কারগো জাহাজ ডুবিয়ে দেয়ার পর এবার ড্রোন ব্যবহার করে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিমান বাহিনী। দেশটির হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, লোহিত সাগর ও আরব সাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ এবং ইসরাইলের দক্ষিণাঞ্চলের কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। ওই স্থাপনাগুলো ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এলিয়াত বন্দরে অবস্থিত।
জেনারেল সারি বলেন, তারা মঙ্গলবার এডেন সাগরে ইসরাইলি জাহাজ এমএসসি সিলভারেও হামলা চালিয়েছেন। ওই হামলায় উপযুক্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এসব হামলা চালানো হয়েছে।
এর আগে সোমবার এডেন সাগরে ইয়েমেনের হামলায় একটি ব্রিটিশ কারগো জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়ার আগে এটির সব ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত নভেম্বর থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেন। দেশটি আল-মাসিরা টেলিভিশনের হিসাব অনুযায়ী, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ৩০টি নৌ অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৩২টি জাহাজকে টার্গেট করা হয়। এসব জাহাজের মধ্যে তিনটি ছিল ইসরাইলি মালিকানাধীন, ১০টি ইসরাইলগামী, ১২টি মার্কিন ও ছয়টি ছিল ব্রিটিশ জাহাজ।
গত বছরের ৭ অক্টোবর থেকে মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজার অন্তত ২৯,০০০ মানুষকে হত্যা করেছে ইসরাইল যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সরকার বলছে, যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হবে ততদিন দেশটির নৌ অভিযান চলবে। পার্সটুডে
অর্থসূচক/এমএইচ/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.