কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ডিএসই’র

ভাষার মাস ফেব্রুয়ারি। জাতীয় ইতিহাসের এই দিনটি একদিকে স্মরণের অন্যদিকে উজ্জীবিত হবার। আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ছিনিয়ে আনার জন্য জীবন উৎসর্গ করেছেন বাংলা মায়ের ধামাল ছেলেরা। তাদের সে আত্মদানের কথা আজ সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।

২১ ফেব্রুয়ারি শহিদ দিবস৷ একই সাথে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসই) পক্ষে পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেন৷

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.