বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। দুই দলের লড়াই ছাপিয়ে এই ম্যাচ রূপ নিয়েছিল সাকিব-তামিম দ্বৈরথে। শেষ পর্যন্ত ১ উইকেটের জয়ে এই দ্বৈরথে জয়ী হয়েছেন সাকিবরা।
এই ম্যাচে সাকিবের করা প্রথম বলেই এক্সট্রা কাভারে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম। এরপর বা হাত মুষ্ঠিবদ্ধ করে সাকিবের স্বভাবসুলভ উদযাপন ছিল দেখার মতো। এরপর সাকিব যখন আউট হন। ফিল্ডিংয়ে থাকা তামিমও সাকিবের সেই উদযাপন অনুকরণ করেন।
অবশ্য সাকিব-তামিম লড়াইকে ভিন্নভাবে দেখতে নারাজ বরিশালের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তিনি তামিমের আউটের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এর আগে সাকিবের বলে তামিম আউট হয় নাই? বা তামিম সাকিবের বলে ছয় মারে নাই? আপনারা যদি ওইভাবে দেখেন তাহলে হতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের নলেজের ব্যাপার। কারণ ওই বলটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এর আগে যতগুলা বোলার বল করেছে গ্রিপ পায় নাই এক্সট্রা বাউন্স পায় নাই। ও যেই লেন্থে বল করেছে বলটা পড়ে একটু বাইট করেছে। তামিম একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল এটা পুল করবে নাকি ফ্লিক করে, গ্ল্যান্স করে এক রান নেবে। ব্যাটসম্যানের ভুল করতে একটা বলই লাগে।’
অবশ্য সাকিব আউট হওয়ার পর তামিমের উদযাপন দেখেননি বলেও জানালেন মুশফিক। তিনি বলেন, ‘সত্যিকথা আমি সেলিব্রেশনটা দেখি নাই। আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কিনা। এইটুকুই। এরপর কে ব্যাটিংয়ে আসবে এটা নিয়ে প্ল্যানিং। এখন বললেন, হাইলাইটস গিয়ে দেখতে পারি কী সেলিব্রেশন।’
বরিশাল দলে আছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। তামিম-মুশফিকের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক জানালেন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তিনি যথা সম্ভব অবদান রাখার চেষ্টা করেন। এমনকি অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেন দলের সঙ্গে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.