মাথায় বল লেগে হাসপাতালে মুস্তাফিজ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দিন অনুশীলন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলন করতে আসেন মুস্তাফিজুর রহমানও। যদিও অনুশীলনের সময় আহত হন কুমিল্লার এই পেসার।

মাথায় বল লাগায় তাকে স্থানীয় এক হাসপাতালে নিতে হয়েছে। জানা গেছে, চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে তাকে। মাথা থেকে প্রচুর রক্ত পড়তে দেখা গেছে মুস্তাফিজকে।

অন্যান্য দিনের মতোই এ দিন অনুশীলন শুরু করেন মুস্তাফিজ। নিজের চিরচেনা ছন্দে বোলিং করছিলেন তিনি। ব্যাটিং করছিলেন লিটন দাস। একটি ডেলিভারির আগে হেড কোচ সালাহউদ্দিনের ডাকে সাড়া দিতে গিয়ে আচমকা পেছনে তাকান তিনি। লিটনের করা শটে বলটি এসে মুস্তাফিজের মাথার পেছনে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। পরে যাওয়ার পর অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়া হয় মুস্তাফিজকে। যদিও সেবা পেয়ে উঠে দাঁড়াতে পারেননি তিনি। যার কারণে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।

এবারের বিপিএলে পয়েন্ট তালিকায় বেশ শক্ত অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি। আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে তাদের। কুমিল্লার মতো মুস্তাফিজের পারফরম্যান্সও ছিল সাবলীল। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে তার সেরা বোলিং।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.