গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কার মধ্যে মার্কিন সরকার তেল আবিবকে তাড়াহুড়ো করে অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে- কয়েক কোটি ডলার মূল্যের অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা দখলদার বাহিনীকে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে। খবর- পার্সটুডে
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আমেরিকা ইসরাইলকে যেসব অস্ত্র দিতে যাচ্ছে তার মধ্যে এমকে-৮২ বোমা এবং কেএমইউ ৫৭২ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই অস্ত্র চালানে গাইডেড বোমা এবং এফএমইউ-১৩৯ বোমা থাকছে।
এর আগেও আমেরিকা কংগ্রেসকে পাশ কাটিয়ে ইহুদিবাদী ইসরাইলকে দুই দফায় বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে। গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরু পর থেকে তেল আবিবকে এ পর্যন্ত আমেরিকা ২১ হাজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.