রাফাহ নিয়ে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ

গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরাইলের সম্ভাব্য স্থল আগ্রাসন নিয়ে প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সউদ আলোচনা করেছেন।

শুক্রবার এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী গাজা এবং রাফাহর মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় দুই মন্ত্রী চলমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলীতে এবং মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিন যে সমস্যার মুখে রয়েছে সে ব্যাপারে একটি ঐক্যবদ্ধ কৌশল নির্ধারণের ওপর জোর দেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এরপর তারা পশ্চিম তীর এবং এখন গাজায় আগ্রাসন চালানোর চক্রান্ত করছে। এই অবস্থায় ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, গাজা এবং পশ্চিম তীরের ঘটনাবলীতে আমেরিকা ইসরাইলকে সহযোগিতা করছে এবং এখন রাফাহ শহরে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে ওয়াশিংটন সবুজ সংকেত দিয়েছে। ইরান বিশ্বাস করে- যুদ্ধ কোন সমস্যার সমাধান দিতে পারে না। যদি দ্রুতই এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করা না হয় তাহলে রাফাহ শহরে ইসরাইলি গণহত্যা এড়ানো যাবে না। একই সাথে তিনি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরী বৈঠক ডাকার আহ্বান জানান।

ওআইসির জরুরী বৈঠক ডাকার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, গাজায় আগ্রাসন বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বাএক গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু। পার্সটুডে

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.