কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলো মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ অনুদান দিয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্তরে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কালাইয়া, দাসপাড়া, ধুলিয়া, কালিশুরী, বাউফল, নাজিরপুর, বগা, নওমালা, মদনপুরা, কনকদিয়া, সূর্যমনি, কেশবপুর, কাছিপাড়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষকদের মাঝে বিপুল পরিমাণ সার ও বীজ (মুগডাল) বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ারর্স ডিভিশনের প্রধান ও ভিপি মোঃ মুকিতুল কবীর, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ. এন. এম. জাহাঙ্গীর হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, পটুয়াখালী শাখার প্রধান মোঃ মোসলেহ উদ্দীন, খেপুপাড়া শাখার প্রধান মোঃ ফারুক সিকদার, কালাইয়া শাখার প্রধান মোঃ আল মামুন, কালিশুরী বাজার উপশাখার প্রধান মোঃ আলমগীর হোসেন, পোর্ট রোড উপশাখার প্রধান ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.