সেরা ব্রোকারের পুরস্কার পেল যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ২০ ব্রোকারহাউজকে পুরস্কৃত করেছে দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গত বছরের (২০২৩) পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর ডিএসইতে লেনদেনের ৫০ শতাংশই হয়েছে এই ২০ ব্রোকারহাউজের মাধ্যমে। প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে ডিবিএ।

ব্রোকারদের মধ্যে লেনদেনে সবার সেরা হয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পেয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড পেয়েছে তৃতীয় পুরস্কার। সেরা ব্রোকারদের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। আর পঞ্চম পুরস্কার পেয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসইতে আয়োজিত ‘ডিবিএ স্টক ব্রোকার্স পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ এ এসব প্রতিষ্ঠানের হাতে সম্মাননা সূচক পুরস্কার তুলে দেওয়া হয়।

সেরা ব্রোকার হিসেবে প্রথম পুরস্কার নিচ্ছেন ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ আদনান হুদা

 

শীর্ষ ২০ ব্রোকারের তালিকায় থাকা বাকি ব্রোকারহাউজগুলোর মধ্যে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড ষষ্ঠ পুরস্কার, সিটি ব্রোকারেজ লিমিটেড সপ্তম পুরস্কার,শান্তা সিকিউরিটিজ লিমিটেড অষ্টম পুরস্কার, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড নবম পুরস্কার এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড দশম পুরস্কার পেয়েছে।

লেনদেনে দ্বিতীয় সেরা ব্রোকারের পুরস্কার নিচ্ছেন লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফ্ফাত রেজা

একাদশ থেকে ১৫তম পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (১১তম), এমটিবি সিকিউরিটিজ লিমিটেড (১২তম), ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোং লিমিটেড (১৩তম), বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড (১৪তম), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড (১৫তম)।

সেরা ২০ ব্রোকারের তালিকায় থেকে অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (১৬তম), এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড (১৭তম), ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড (১৮তম),আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড (১৯তম) এবং বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (২০ তম)।

চতুর্থ সেরা ব্রোকারের পুরস্কার নিচ্ছেন ইবিএল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং আব্দুল হালিম এবং ডিএসইর চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু।

পঞ্চম সেরা ব্রোকারের পুরস্কার নিচ্ছেন শেলটেক ব্রোকারেজের সিইউ মেজবাহ উদ্দিন খান

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বক্তব্য রাখেন।

আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুদ্দিন সিএফএ ষষ্ঠ সেরা ব্রোকারের পুরস্কার নিচ্ছেন

অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু বলেন, ব্রোকাররা হচ্ছে ডিএসইর প্রাণ। তারা ভাল থাকলে ডিএসই ভাল থাকবে।

সপ্তম সেরা ব্রোকারের পুরস্কার নিচ্ছেন সিটি ব্রোকারেজের সিইও আফফান ইউসুফ

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিমিউচুয়ালাইড বোর্ড হলেও প্রকৃত ডিমিউচুয়ালাইজেশন হয়নি। এর জন্য দ্রুততম সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ৩৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে স্টক এক্সচেঞ্জটিকে তালিকাভুক্ত করতে হবে।

অষ্টম সেরা ব্রোকারের পুরস্কার নিচ্ছেন শান্তা সিকিউরিটিজের সিইও কাজী আসাদুজ্জামান

তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ হচ্ছে প্রাইমারি রেগুলেটর। তাই একে আরও ক্ষমতা দিতে হবে। এই বাজারে নানা ধরনের পণ্য বিক্রি হয়। তাই এসবের অনুমোদন দেওয়ার ক্ষমতা তাদের কাছেই থাকা উচিত।

সেরা ব্রোকারের (৯ম) পুরস্কার নিচ্ছেন ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস
সেরা ব্রোকারের (১৩তম) পুরস্কার নিচ্ছেন ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল
সেরা ব্রোকারের (১৪তম) পুরস্কার নিয়েছেন রয়্যাল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ
সেরা ব্রোকারের (১৬তম) পুরস্কার নিচ্ছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালন মনিরুজ্জামান, সিএফএ
সেরা ব্রোকারের (১৮তম) পুরস্কার নিচ্ছেন ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী

 

 

 

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.