সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে।

ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৪ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৯১ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৮ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৬৫ টির, কমেছে ২৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

 

অর্থসুচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.