ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাকে কুকুরে কামড় দিয়েছে। রাজধানী কিয়েভে তার নিজের তিনটি কুকুর নিয়ে হাঁটার সময় একটি “বড় কুকুর” তার পায়ে কামড় দেয়। এতে সামান্য ক্ষতের সৃষ্টি হয়েছে।
সোমবার ইউক্রেনের শীর্ষ কূটনীতিক এ তথ্য প্রকাশ করেছেন। কুকুরের কামড়ের পর কুলেবা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যদিও তিনি ক্ষতের বিষয়ে তেমন কিছু বলেননি তবে ধারণা করা হচ্ছে তার আঘাতের পরিমাণ সামান্য।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কুলেবা এই ঘটনা উল্লেখ করে বলেন, তার কুকুরগুলো ক্ষতিকারক ছিল না বরং একটি বড় কুকুর হামলা চালিয়েছিল। কুকুরকে ভালবাসতে হবে তবে কুকুরগুলোকে বেঁধে রাখা উচিত।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর তিনটি কুকুর রয়েছে যার মধ্যে একটি ফ্রেঞ্চ বুলডগ। এই কুকুরটিকে তিনি ২০২২ সালে গ্রহণ করেন এবং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে তার সাথে ফ্রেঞ্চ বুলডগকে দেখা গেছে। কুলেবা দাবি করেন, রাশিয়ার সেনাদের হামলার সময় কুকুরটিকে মারিয়াপুল শহর থেকে উদ্ধার করা হয়েছিল। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.