দর বৃদ্ধির শীর্ষে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইতে সাউথ বাংলা ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, ন্যাশনাল ব্যাংক, বেস্ট হোল্ডিংস, সিকদার ইন্স্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.