গাজায় চলমান যুদ্ধে দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
রবিবার দেশটির রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রা শেষ সমবেত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
এ সময় রায়িসি ইসরাইলি সেনাদের ভয়াবহ গণহত্যার মুখে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের অবিচলতার ভূয়সী প্রশংসা করেন। চলমান যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরান বর্তমানে উন্নতির অন্যরকম উচ্চতায় অবস্থান করছে। দেশটির শত্রুরা ইরানকে অপমান ও অপদস্থ করার সব রকম প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু ইরানি জনগণ মহান আল্লাহর ওপর নির্ভর করে সেসব প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.