মার্কিন ড্রোন হামলায় ইরানপন্থি মিলিশিয়া নেতাসহ নিহত ৩

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়েছে এবং এতে ইরাকের প্রতিরোধকারী সংগঠন কাতাইব হিজবুল্লাহর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। কাতাইব হিজবুল্লাহর নিহত এই কমান্ডারের নাম আবু বাকর আল সাদি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে দাবি করেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সেনাদের ওপর হামলা এবং হত্যার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। কাতাইব হিজবুল্লাহর এই কমান্ডার মার্কিন সেনাদের ওপর হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন।

দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি গাড়ি লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্য সংগঠন এই কাতাইব হিজবুল্লাহ।

এক সপ্তাহ আগে মার্কিন বাহিনী ইরাক এবং সিরিয়ার অন্তত ৮৫টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এসব হামলায় ১২৫টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল মার্কিন সেনারা। ওয়াশিংটন ওই বিমান হামলাকে প্রতিশোধের শুরু বলে উল্লেখ করেছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.