ফ্লোরপ্রাইস থেকে বের হয়ে আসার পর প্রথম কার্যদিবসে চমক দেখিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা। বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শত কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। উঠে এসেছে লেনদেনের শীর্ষে। অথচ আগের দিন এ কোম্পানির মাত্র ৫ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে ওরিয়ন ফার্মার লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের তুলনায় দুই হাজার গুণ বেশি। লেনদেনের এমন বড় উল্লম্ফনকে অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা।
গতকাল (৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করে। এর মধ্যে তিনটি কোম্পানির ক্ষেত্রে এ নির্দেশনা আজই কার্যকর হয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে-আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা ও ওরিয়ন ফার্মা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওরিয়ন ফার্মার শেয়ারের দামে ছিল বড় ধরনের ওঠা-নামা। দিনের শুরুতে কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ কমে সার্কিটব্রেকারে এসে ঠেকে। কিন্তু সেখান থেকে এক পর্যায়ে সাড়ে ৭ শতাংশ বেড়ে যায়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৪ টাকা বা ১৯ দশমিক ৫২ শতাংশ। তবে পরে মূল্য কিছুটা কমে আসায় এ ব্যবধানও কমে যায়।
বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ৮৩ টাকা ৮০ পয়সা। যা আগের দিনের চেয়ে ৪ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ২৮ শতাংশ বেশি।
বুধবার ডিএসইতে ওরিয়ন ফার্মার ১০০ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন তথা ফ্লোরপ্রাইসের আওতায় থাকা শেষ কার্যদিবসে এই বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৫ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০০ কোটি ৯০ লাখ টাকা বা ২০১৯ গুণ।
আগের দিন শেয়ারের দাম কিছুটা কম থাকা সত্ত্বেও যেখানে বাজারে ওরিয়নের এক কোটি টাকারও শেয়ার কেনাবেচা হয়নি, সেখানে আজ বাড়তি দামে ১০০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেছেন ‘বিনিয়োগকারীরা’। বিশ্লেষকরা পুরো বিষয়টিকে বিষ্ময়কর ও আজগুবি মনে করছেন। বাজারের স্বাভাবিক ধারায় এটি সম্ভব নয় বলে মনে করেন তারা। বাজারের প্রকৃত বিনিয়োগকারী নয়, বরং ভুতুরে বিনিয়োগকারীরা এমন লেনদেন করে থাকতে পারেন। এতে কারসাজিরও আভাস দেখছেন অনেকে। কারো কারো সন্দেহ এই অস্বাভাবিক লেনদেনের পেছনে খোদ কোম্পানির উদ্যোক্তাদের কোনো যোগসাজশ থাকতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.