প্রথম ব্যাংক হিসেবে ব্যাংকেশিওরেন্স লাইসেন্স পেলো ইবিএল

মেটলাইফ এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে ব্যাংকেশিওরেন্স ব্যবসা চালুর জন্য ইন্স্যুরেন্স উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (IDRA) এর কাছ থেকে লাইসেন্স লাভ করেছে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

ইবিএলই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা লাইফ এবং নন-লাইফ উভয় বীমা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকেশিওরেন্স ব্যবসা করার অনুমতি পেলো।

ব্যাংকেশিওরেন্স, কোনও একটি ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানের মধ্যে গঠিত এক ধরণের পার্টনারশীপ, যার অধীনে ব্যাংক তার নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বীমা পন্য বিক্রয় করে। এই লাইসেন্স প্রাপ্তির মাধ্য দিয়ে ইবিএল এর আয়ে বৈচিত্র্য আসবে এবং কোনও অতিরিক্ত ঝুঁকি, মূলধন বা তারল্য ছাড়াই কমিশন ভিত্তিক আয় করতে পারবে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.