প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরাহ। এতদিন শীর্ষস্থানটা দখলে রেখেছিলেন তারই সতীর্থ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপাটনামে ম্যাচে ৯১ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। তার দারুণ বোলিংয়ের সুবাদে ভারত পেয়েছে ১০৬ রানের জয়। বুমরাহ র্যাংকিংয়ের শীর্ষে উঠায় তিনে নেমে গেছেন আগে শীর্ষে থাকা অশ্বিন। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
এগিয়েছেন শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়াও। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ বোলিংয়ের সুবাদে ৩ ধাপ উন্নতি করে ৬ষ্ঠ স্থানে উঠেছেন তিনি। এছাড়া ১ ধাপ এগিয়ে ৭ম স্থানে উঠেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ২ ধাপ উন্নতি করে ৮ম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। লায়নের পাশাপাশি ৮ম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওলি রবিনসনও। দুজনই অবশ্য ২ ধাপ করে পিছিয়েছেন।
বিশাখাপাটনামে অনবদ্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের ওপেনার যশস্বী জাইসওয়াল। প্রথম ইনিংসে ২০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ব্যাটারদের র্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়েছেন জাইসওয়াল, রয়েছেন ২৯তম স্থানে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকানো শুবমান গিল ১৪ ধাপ উন্নতি করে উঠেছেন ৩৮ নম্বরে। এছাড়া ইংল্যান্ডের জ্যাক ক্রোলি ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।
কলম্বো টেস্টে আফগানিস্তানের হয়ে লড়াই করা দুই ব্যাটার ইবরাহিম জাদরান এবং রহমত শাহও উন্নতি করেছেন ব্যাটারদের র্যাংকিংয়ে। ১৬ ধাপ এগিয়ে রহমত আছেন ৬৬তম স্থানে। অন্যদিকে ১৭ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন ইবরাহিম।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.