অস্ট্রেলিয়ার এডিলেইডে পুনঃরায় ফ্লাইট শুরু করছে এমিরেটস

দক্ষিণ অস্ট্রেলিয়ার এডিলেইডে আগামী ২৮ অক্টোবর থেকে পুনঃরায় দৈনিক ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে এমিরেটস। এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় এমিরেটসের সার্বিক ক্যাপাসিটি পুর্বাবস্থায় ফিরে আসবে। করোনা অতিমারীর পর থেকে ক্রমান্বয়ে এমিরেটস তাদের আগের ক্যাপাসিটি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পীটার মালিনাউস্কাস বলেন, “আমাদের জন্য এমিরেটসের এডিলেইডে ফ্লাইট পুনঃরায় শুরু করার বিষয়টি ছিল অগ্রাধিকার মূলক। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এডিলেইডে এমিরেটসের সরাসরি ফ্লাইট মূল্যবান ভূমিকা রাখবে”।

২০১২ সালে এডিলেইডে এমিরেটসের ফ্লাইট শুরু হয় এবং ২০১৯ পর্যন্ত দুবাই-এডিলেইড রুটে এয়ারলাইনটি ১৬৫,০০০ এর অধিক যাত্রী পরিবহণ করে। ১ ডিসেম্বর ২০২৪ থেকে পার্থ-এ দ্বিতীয় দৈনিক ফ্লাইট শুরু হলে, অস্ট্রেলিয়ায় এমিরেটসের মোট ফ্লাইট সংখ্যা হবে সপ্তাহে ৭৭টি। এর ফলে দেশটিতে এবং দেশটি থেকে প্রতি সপ্তাহে ৬৮,০০০ যাত্রী পরিবহণ করা সম্ভব হবে।

এডিলেইডে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭-২০০ এলআর। উড়োজাহাজটিতে মোট ৩০২টি যাত্রী আসন থাকবে, যার মধ্যে ৩৮টি বিজনেস এবং ২৬৪টি ইকোনমি শ্রেণীতে। ফ্লাইটটিতে প্রতি সপ্তাহে ৪,২০০ এর অধিক যাত্রী ভ্রমণ করতে পারবেন।

এমিরেটস বর্তমানে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, পার্থ, সিডনী এবং মেলবোর্নে এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে ৬৩টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে এয়ারলাইনটি পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২১টি।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.