ফেডারেল ইনুস্যুরেন্স কোম্পানির পরিচালক খাদিজাতুল আনোয়ার সনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কোম্পানীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএমএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান এনামুল হক।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে কোম্পানির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকা ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞ। ফটিকছড়ি কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখারও অনুরোধ করেন তিনি। এছাড়াও অতীতের ন্যায় ফেডারেল ইনস্যুরেন্সের প্রতি তার সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদিজাতুল আনোয়ার সনি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কোম্পনি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, পরিচালক মোরশেদুল শফি। কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুল আলম ও এসইভিপি একেএম সরফউদ্দিন চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক সচিব সফররাজ হোসেন, এনআরসি কমিটির চেয়ারম্যান সাবেক সচিব মোঃ রফিকুল ইসলাম, পরিচালক জিয়া উদ্দীন ও কোম্পনির সকল শাখা ব্যাবস্থাপকগণ ও সকল বিভাগীয় প্রধানবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.