মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ক‌রে প্রতিবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবির। সে সময় তাদের মধ্যে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক প্রতিবাদ-লিপি পেশ করেন মাইনুল কবির।

গতকাল বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন (এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা) নিহত হন। এ ছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির লড়াইয়ের মধ্যে মর্টার শেল বা বুলেটের আঘাতে আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন।

কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ও ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় জোরালো যুদ্ধ করছে আরাকান আর্মিসহ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। তারা একত্রিত হয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। ইতোমধ্যে সীমান্তের কাছে বেশ কয়েকটি শহরসহ রাখাইনের বড় এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গতকালও থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.