অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের চার মাসে মৃত্যু ও ধ্বংসের বিষয়ে একটি ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে জেনেভা-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড ।
সংস্থার রিপোর্ট অনুসারে, প্রায় এক লাখ দশ হাজার ফিলিস্তিনি নিহত, নিখোঁজ এবং আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু মানুষ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। গাজায় মোট ৩৫ হাজার ৯৬ জন নিহত হয়েছেন যার মধ্যে ৩২ হাজার ২২০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১২ হাজার ৩৪৫টি শিশু, ৭,৬৫৬ জন নারী, ৩০৯ জন স্বাস্থ্যকর্মী, ৪১ জন সিভিল ডিফেন্স কর্মী এবং এবং ১২১ জন সাংবাদিক রয়েছেন।
ইসরাইলি আগ্রাসনের মুখে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও নিহত হিসেবে বিবেচনা করা হয়েছে। ইসরাইলি বিমান ও আর্টিলারি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নীচে আটকা পড়া লোকজনকে মৃত বলে ধরে নেয়া হয়েছে।
ইউরো-মেড বলেছে, ইসরাইলের আগ্রাসনে আহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ২৪০ জনে, যার মধ্যে কয়েকশ মানুষ গুরুতর আহত হয়েছেন।
এদিকে, গত সপ্তাহে হেগের আন্তর্জাতিক বিচার আদালত গাজায় যুদ্ধাপরাধ ঠেকানোর জন্য ইসরাইলকে নির্দেশ দেয়া সত্ত্বেও সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি তেল আবিব। ইউরো মেড তাদের রিপোর্টে বলেছে, আন্তর্জাতিক আদালত রুলিং দেয়ার এক সপ্তাহের মধ্যে ইসরাইল ১,১৪৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া, আহত হয়েছে ১,৮০০ মানুষ এবং এ সময়ে ইসরাইল ১০৮টি গণহত্যা চালিয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.