কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সিএসএস কোর্স আনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সুপারভিশন কার্যক্রমে দক্ষতা উন্নয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এলক্ষ্যে প্রথমবারের মতো সার্টিফাইড সুপারভিশন স্পেশালিস্ট (সিএসএস) কোর্স চালু করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কোর্সের উদ্বোধন করেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

ইন্সপেকশন কিভাবে আরও কার্যকরী ও আপ-টু-ডেট করা যায় এবং সামনের দিনে নতুন কী করা যায় সেবিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন আবু ফরাহ মো. নাছের। এছাড়া লাইব্রেরিসহ শিখন পদ্ধতির আধুনিক সব সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদেরকে শানিত করা ও কোর্স শেষে কর্মক্ষেত্রে সবাইকে তা শেখানোর তাগিদ দেন তিনি।

ভবিষ্যতে ব্যাংক অব ইংল্যান্ডের মতো আন্তর্জাতিক মানের অফ সাইট-অন সাইট সুপারভিশন প্রক্রিয়া চালু করতে একটি বিশেষ প্রোগ্রাম চালুর ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানান ডেপুটি গভর্নর। সে প্রোগ্রামে সিএসএস কোর্সে অংশ নেওয়াদের মধ্য থেকে যোগ্যরা সুযোগ পাবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বশর। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.