ইসরাইলের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি তেল আবিবকে এক হাজার ৭৬০ কোটি ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছে। বিপুল অংকের এই অর্থ দিয়ে ইসরাইলের জন্য অস্ত্র এবং গোলাবারুদ কেনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন দাবি করছে যে, মধ্যপ্রাচ্যে তারা উত্তেজনা নিরসনের জন্য কাজ করছে তখন মার্কিন প্রতিনিধি পরিষদ ইসরাইলকে এই বিপুল অর্থ সহায়তা দেয়ার প্রস্তাব করল। সহায়তা প্রস্তাবের ধরন থেকেই পরিষ্কার যে, এই অর্থ বরাদ্দ দেয়া হলে ইসরাইল গাজার অসহায় মানুষেরেওপর আরও বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালানোর সুযোগ পাবে।
শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এই বিপুল অংকের অর্থ বরাদ্দ দেয়ার প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং গোলাবারুদ উৎপাদনের জন্য অর্থ বরাদ্দ দেয়ার সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব উত্থাপনের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় স্পিকার মাইক জনসন বলেন, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের জন্য সমর্থন প্রয়োজন এবং মধ্যপ্রাচ্যে আমাদের যেসব সেনাবাহিনী রয়েছে তারা এর আগে কখনো এত বেশি চাপে ছিল না।
মাইক জনসনের তথ্য অনুসারে, আগামী সপ্তাহের কোনো এক সময় প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে এই অর্থ বরাদ্দ দেয়ার বিলের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.