ইসরাইলি বিমান হামলায় ইরানের আরও ১ উপদেষ্টা নিহত

সিরিয়ার দামেস্কের দক্ষিণে সাইয়েদা জেইনাব এলাকার কাছে আকরাবাহ শহরে ইসরাইলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আরও একজন উপদেষ্টা নিহত হয়েছেন।

সংবাদদাতা জানিয়েছেন, ইসরাইলি জঙ্গিবিমানগুলো সাইয়েদা জেইনাব থেকে সামান্য দূরত্বে বিমানবন্দর সড়কে হামলা চালায়। ওই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র উপদেষ্টা সায়িদ আলিদদি নিহত হয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে।

বিবিৃতিতে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলি সেনারা অধিকৃত গোলানের আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দামেস্ক শহরের দক্ষিণের কয়েকটি পয়েন্টে তারা হামলা চালায়। ওই হামলায় সায়িদ আলিদদি নিহত হন। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.