গাজায় ইসরাইলের আরও ১ মেজর নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আরও এক মেজর পদ মর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলের দখলদার সেনারা জানিয়েছে, গাজার দক্ষিণে এই রিজার্ভ সেনা নিহত হন।

ইসরাইলের গণমাধ্যম নিহত সেনা কর্মকর্তার পরিচয় তুলে ধরে বলেছে, ৩৬ বছর বয়সী মেজর ইৎঝার হফম্যান ইসরাইলের বিমান বাহিনীর এলিট শালদাগ ইউনিটের কমান্ডার ছিলেন। তার মৃত্যুর মধ্যদিয়ে গাজা উপত্যকায় ইসরাইলের স্বীকারোক্তি মতে ২২৪ জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে, গাজা ইসরাইলের আরো অনেক বেশি সেনা নিহত হয়েছে।

টাইমস অব ইসরাইল এই সেনা কর্মকর্তা কোথায় নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলেনি তবে গত কিছুদিন ধরে খান ইউনুস শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং সেখানে কয়েকজন সেনা নিহত ও তিনজন মারাত্মকভাবে আহত হয়েছিল।

গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরাইল ও আমেরিকা ব্যাপক তৎপরতা চালাচ্ছে, তখন ইসরাইলি সেনারা বর্বর আগ্রাসন জোরদার করেছে। হামাসও পাল্টা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। গত কয়েককিদিনে বিশেষ দক্ষিণ গাজায় ইসরাইলের অনেক সেনা নিহত হয়েছে। পাশাপাশি প্রতিদিন ইসরাইলের গর্বের বস্তু মারকাভা ট্যাংক ধ্বংস হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.