সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে ডিএসই শরিয়াহ সূচক – ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৪ টির, দর কমেছে ৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৯০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, দর কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.